Posts

Showing posts from April, 2017

১৫ দিনে ওজন নিয়ন্ত্রণ করুন

Image
ওজন বাড়াটা আমাদের প্রায় একটি জাতীয় সমস‍্যা। ওজন বাড়ার কারনে শরীর হয়ে ওঠে নানা প্রকার রোগের কারখানা। সঠিক ওজনে মানুষকে যেমন সুন্দর দেখায়, তেমনি ওজন কম হলে নানা প্রকার রোগ থেকেও মুক্ত থাকা যায়। আসুন নিচে ওজন কমানোর ও নিয়ন্ত্রণে রাখার কিছু গুরুত্বপূর্ণ উপায় দেখে নেই: পানি পান করুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে, এতে আপনার পেট ভরা এমন ভাবও তৈরি হবে। ক্ষুধাও কম লাগবে, এ কারণে আপনি কম খাবেন, ধীরে ধীরে ওজনও কমবে তাতে। দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন। ফ্রিজ পরিষ্কার করুন শুনে হাসি পাচ্ছে? ওজন কমানোর সঙ্গে আবার ফ্রিজ পরিষ্কারের সম্পর্ক কী? সম্পর্ক আছে। ফ্রিজ বা রান্নাঘরে যেসব উচ্চমাত্রার ক্যালরিসমৃদ্ধ খাবার রয়েছে বা ফাস্টফুড রয়েছে, সেগুলো সরান। এর বদলে স্বাস্থ্যকর খাবার রাখুন। রাখুন ফল ও সবজি। স্বাস্থ্যকর খাবার সামনে থাকলে এসব খাওয়ার অভ্যাসও ধীরে ধীরে তৈরি হবে। চিনি ও শর্করা থেকে দূরে চিনি বা মিষ্টিজাতীয় খাবার থেকে ১৫ দিন অন্তত দূরে থাকুন। পাশাপাশি শর্করাজাতীয় খাবার কম খান। ভাত, রুটি কম খান। এসব খাবার কম খেলে ওজন দ্রুত কমবে। প্রোটিনসমৃদ্ধ খাবার খান প্রোটিন

শসার যত গুণ

Image
শসা আমাদের দেশের একটি অতি পরিচিত সবজি যা দেশের প্রায় সব খানেই চাষ হয়। আমরা সকলে শসার সাথে পরিচিত হলেহ এর গুণাগুণ গুলো একদমই জানি না। শসা খেলে যেমন তার অসংখ্য উপকার পাওয়া যায় তেমনি রূপচর্চা ও ওজন কমাতে ও বেশ কার্যকরী। চলুন যেনে নেই শসার কিছু গুণ দেহের পানিশূন্যতা দূর করে বড়সড় একটা শসা চিবিয়ে খেয়ে নিন। পিপাসা মিটে যাবে। আপনি হয়ে উঠবেন চনমনে।কারণ, শসার ৯০ শতাংশই পানি। যা আপনার শরীরে পানির ঘাটতি পূরন করবে কিডনি সুস্থ রাখে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শসা। এতে কিডনি থাকে সুস্থ ও সতেজ। দেহের ভেতর-বাইরের তাপ শোষক কখনো কখনো আপনি শরীরের ভেতর-বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন। দেহে জ্বালাপোড়া শুরু হয়। এ অবস্থায় একটি শসা খেয়ে নিন।এ ছাড়া সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব করলে শসা কেটে ত্বকে ঘষে নিন। নিশ্চিত ফল পাবেন। মাথাধরা থেকে নিষ্কৃতি ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে। শরীর ম্যাজম্যাজ করে। শসায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে। তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শসা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না। বিষাক্ততা দূর করে শসার মধ্যে যে পানি থাকে ত

রোগ প্রতিরোধে টমেটোর উপকারিতা

Image
টমেটো একটি দৃষ্টিনন্দন শীতের সবজি। এটি একটি সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ সবজি। সবজি হিসেবে টমেটোর জুড়ি অনেক। টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা

ছোলার উপকারিতা সমূহ

Image
কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি । প্রতি ১০০ গ্রাম খাদ্যপোযগী ছোলায় আমিষ প্রায় ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় ৬৫ গ্রাম, ফ্যাট মাত্র ৫ গ্রাম, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ প্রায় ১৯২ মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি-১ ও বি-২ আছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক উপকার। আসুন জেনে নেই ছোলা কাঁচা খাওয়ার উপকারিতা –